Term Conditions Page

Terms & Conditions | শর্তাবলী ও নিয়মাবলী

Englishবাংলা
Welcome to Dada.com.bd!Dada.com.bd-এ স্বাগতম!
These Terms and Conditions govern your use of our website and services.এই শর্তাবলী ও নিয়মাবলী আমাদের ওয়েবসাইট ও সার্ভিস ব্যবহারের শর্ত নির্ধারণ করে।
By accessing or using our website, you agree to be bound by these Terms.ওয়েবসাইট ব্যবহার করে আপনি এই শর্তাবলীতে সম্মত হচ্ছেন।
1. General১. সাধারণ শর্তাবলী
Dada.com.bd is a multivendor eCommerce platform connecting buyers and sellers.Dada.com.bd একটি মাল্টিভেন্ডর ই-কমার্স প্ল্যাটফর্ম যা ক্রেতা ও বিক্রেতাদের সংযুক্ত করে।
We reserve the right to update or modify these Terms anytime.আমরা যেকোনো সময় পূর্ব ঘোষণা ছাড়াই এই শর্তাবলী পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করি।
2. User Accounts২. ব্যবহারকারী অ্যাকাউন্ট
You must register with accurate and complete information.আপনাকে সঠিক ও সম্পূর্ণ তথ্য দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
You are responsible for keeping your account safe.আপনি আপনার অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষা করার দায়িত্বে থাকবেন।
Notify us immediately of any unauthorized use.অননুমোদিত ব্যবহার হলে আমাদের অবহিত করুন।
3. Vendor Responsibilities৩. বিক্রেতার দায়িত্ব
Vendors are responsible for listings, pricing, and shipping.পণ্যের তালিকা, মূল্য নির্ধারণ এবং ডেলিভারির জন্য বিক্রেতা দায়ী থাকবেন।
Products must comply with local laws and not violate IP rights.পণ্য অবশ্যই স্থানীয় আইন মেনে চলতে হবে এবং কারো মেধাস্বত্ব লঙ্ঘন করা যাবে না।
4. Orders and Listings৪. অর্ডার ও তালিকাভুক্তি
Prices and availability may change without notice.পণ্যের মূল্য ও প্রাপ্যতা পূর্ব ঘোষণা ছাড়াই পরিবর্তিত হতে পারে।
We may cancel orders due to incorrect pricing or policy violations.ভুল মূল্য বা নীতিমালা লঙ্ঘনের কারণে আমরা অর্ডার বাতিল করতে পারি।
5. Payments৫. পেমেন্ট
Payments are processed securely via approved gateways.পেমেন্ট অনুমোদিত নিরাপদ গেটওয়ের মাধ্যমে সম্পন্ন হয়।
Vendors receive payments after deductions.কমিশন কেটে বিক্রেতাদের পেমেন্ট প্রদান করা হয়।
6. Prohibited Activities৬. নিষিদ্ধ কার্যক্রম
Do not post illegal, fake, or misleading content.অবৈধ, ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য পোস্ট করা যাবে না।
Fraud and IP violations are strictly prohibited.প্রতারণা ও মেধাস্বত্ব লঙ্ঘন সম্পূর্ণ নিষিদ্ধ।
7. Returns & Refunds৭. রিটার্ন ও রিফান্ড
Vendors must follow return policy guidelines.বিক্রেতাদের রিটার্ন নীতিমালা অনুসরণ করতে হবে।
Dada.com.bd may assist in disputes but does not guarantee refunds.Dada.com.bd বিরোধ মীমাংসায় সাহায্য করতে পারে, তবে রিফান্ড নিশ্চিত করে না।
8. Liability৮. দায়সীমা
We are not liable for product delays or vendor mistakes.পণ্যের দেরি বা বিক্রেতার ভুলের জন্য আমরা দায়ী নই।
Use of platform is at your own risk.এই প্ল্যাটফর্ম ব্যবহারের দায় আপনার নিজের।
9. Intellectual Property৯. মেধাস্বত্ব
All content belongs to Dada.com.bd or licensors.ওয়েবসাইটের সমস্ত কনটেন্ট Dada.com.bd বা তার লাইসেন্সদাতার মালিকানাধীন।
Do not copy or use without permission.অনুমতি ছাড়া কপি বা ব্যবহার করা যাবে না।
10. Termination১০. অ্যাকাউন্ট বাতিল
Accounts may be suspended for violating Terms.শর্তাবলী লঙ্ঘন করলে অ্যাকাউন্ট স্থগিত করা হতে পারে।
Users can close their account anytime by contacting support.ব্যবহারকারী চাইলে যেকোনো সময় আমাদের সহায়তা কেন্দ্রে যোগাযোগ করে অ্যাকাউন্ট বন্ধ করতে পারেন।
11. Governing Law১১. আইন ও বিচারব্যবস্থা
These Terms are governed by the laws of Bangladesh.এই শর্তাবলী বাংলাদেশের আইন দ্বারা নিয়ন্ত্রিত।
Disputes shall be resolved in courts of Dhaka.যেকোনো বিরোধ ঢাকার আদালতে নিষ্পত্তি হবে।
Contact Us
Email: [email protected]
Phone: +8801716828289
যোগাযোগ করুন
ইমেইল: [email protected]
ফোন: +8801716828289


Fashion, Electronics, Computer, Laptop, office, Printing, Watches, Mobile, Kids Lifestyle, Bags Wallet and Multi Vendor Online Shop in Bangladesh

Our Top Store: J SHOP, রাজশাহীর আম, ADIL TECH, Aryan Food & Beverage, Motion View, Oppo Mobile, VIVO and RIRO, National Tea, Sunglass Zone, Premium Books
Our Best Product: id holder, id card, mug print, smart phone, mango, kids book, sun-glass, satu, Drawing Board, printer

All categories
Flash Sale
Todays Deal