Return & Refund Policy | রিটার্ন ও রিফান্ড নীতিমালা
Effective Date: 01.05.2025
English | বাংলা |
---|---|
Thank you for shopping at Dada.com.bd. We value your satisfaction and aim to provide a smooth return and refund process. | Dada.com.bd-এ কেনাকাটা করার জন্য ধন্যবাদ। আমরা আপনার সন্তুষ্টিকে গুরুত্ব দিই এবং একটি সহজ রিটার্ন ও রিফান্ড প্রক্রিয়া নিশ্চিত করতে চাই। |
1. General Return Policy Returns are accepted within 7 days of delivery, depending on the seller’s policy. Items must be unused, undamaged, and in original packaging. Certain items are non-returnable (e.g., perishables, innerwear, digital goods). | ১. সাধারণ রিটার্ন নীতি ডেলিভারির ৭ দিনের মধ্যে রিটার্ন গ্রহণযোগ্য, তবে এটি বিক্রেতার নীতির উপর নির্ভর করে। পণ্য ব্যবহার না করা, অক্ষত ও মূল প্যাকেজিং-এ থাকতে হবে। কিছু পণ্য রিটার্নযোগ্য নয় (যেমন খাবার, অন্তর্বাস, ডিজিটাল পণ্য)। |
2. Eligibility for Return – Wrong item received – Damaged or defective item – Not as described – Seller accepts return for the product | ২. রিটার্নের যোগ্যতা – ভুল পণ্য পাঠানো হয়েছে – পণ্য ক্ষতিগ্রস্ত বা ত্রুটিপূর্ণ – পণ্যের বিবরণ অনুযায়ী নয় – বিক্রেতার রিটার্ন নীতি প্রযোজ্য |
3. Non-Returnable Items - Perishables (e.g., food, flowers) - Personal care & hygiene items - Digital products or downloads - Marked as "No Return" | ৩. রিটার্নযোগ্য নয় এমন পণ্য - দ্রুত নষ্ট হওয়া পণ্য (যেমন খাবার, ফুল) - ব্যক্তিগত পরিচর্যার পণ্য - ডিজিটাল পণ্য বা ডাউনলোড - "রিটার্ন নয়" লেখা পণ্য |
4. Return Process 1. Go to "My Orders" 2. Click “Return” or “Report a Problem” 3. Upload images if needed 4. Wait for confirmation 5. Follow pickup/return instructions | ৪. রিটার্ন প্রক্রিয়া ১. "আমার অর্ডার"-এ যান ২. “রিটার্ন” বা “সমস্যা জানান” ক্লিক করুন ৩. প্রয়োজনে ছবি আপলোড করুন ৪. যাচাই ও অনুমোদনের জন্য অপেক্ষা করুন ৫. ফেরত পাঠানোর নির্দেশনা অনুসরণ করুন |
5. Refund Process Refunds are processed after item is received and checked. Refunds go to the original payment method or wallet. It may take 3–10 business days. | ৫. রিফান্ড প্রক্রিয়া পণ্য ফেরত পাওয়ার পর এবং যাচাই শেষে রিফান্ড প্রক্রিয়া শুরু হবে। রিফান্ড মূল পেমেন্ট মাধ্যম বা ওয়ালেটে দেওয়া হবে। এতে ৩–১০ কর্মদিবস সময় লাগতে পারে। |
6. Exchange Policy Exchange possible if stock is available. Otherwise, refund or store credit will be given. | ৬. এক্সচেঞ্জ নীতি স্টকে পণ্য থাকলে এক্সচেঞ্জ সম্ভব। না থাকলে রিফান্ড বা স্টোর ক্রেডিট দেওয়া হবে। |
7. Vendor-Specific Return Policies Some sellers may have different return rules. Please check the product page before purchase. | ৭. বিক্রেতা-নির্ভর রিটার্ন নীতি কিছু বিক্রেতার আলাদা রিটার্ন নীতি থাকতে পারে। কিনে নেওয়ার আগে পণ্যের পেজে রিটার্ন নীতিমালা দেখে নিন। |
8. Contact Us Email: [email protected] Phone: +8801716828289 Hours: 10 AM – 6 PM (Sat–Thu) | ৮. যোগাযোগ করুন ইমেইল: [email protected] ফোন: +8801716828289 সময়: সকাল ১০টা – সন্ধ্যা ৬টা (শনিবার – বৃহস্পতিবার) |
Our Top Store: J SHOP, রাজশাহীর আম, ADIL TECH, Aryan Food & Beverage, Motion View, Oppo Mobile, VIVO and RIRO, National Tea, Sunglass Zone, Premium Books
Our Best Product: id holder, id card, mug print, smart phone, mango, kids book, sun-glass, satu, Drawing Board, printer